× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে গার্মেন্টসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি

১২ জুন ২০২৪, ১৫:২৯ পিএম । আপডেটঃ ১২ জুন ২০২৪, ১৫:৩০ পিএম

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (১২ জুন) বেলা ১১টায় গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন হয়ে গেছে পুরো এলাকা। গার্মেন্টস থেকে বের হয়ে কর্মীরা ভিড় করেন আশপাশে।

গার্মেন্টসটির নিরাপত্তাকর্মী বিশ্বেন্দ্র দাশ বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, গার্মেন্টসের লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। গুদামভর্তি সব কাপড় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.