মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩টি কোরবানির গরু ও তারপাশের মুরগির খামারের ৩ হাজার ৫শ মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গত রাতে খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল। আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩টি গরু পুড়ে যায়। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের আরো ৩৫০০টি মুরগী মারা যায়।
খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো ক্রয় করেছি। এ বছর কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে আমরা লালন পালন করেছি।বর্তমান বাজার মূল্যে গো খাবারের অনেক চওড়া মূল্য। গো খাদ্যের চওড়া মূল্যে থাকার পরও কিছু লাভের আশায় আমরা গরুগুলোকে লালনপালন করেছি। আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতে অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩টি গরু পাশে রাখা মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়িয়ে মারা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।