বরিশালের কাউনিয়া পানির ট্যাংক এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশু কন্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর কাউনিয়া পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছেন।
নিহত শিশু রাবেয়া বশরী রোজার বয়স ৫ বছর ৪ মাস। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।
নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। আর নাঈম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
বুধবার সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল। ধারণা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে ও পরে নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন নাঈম।
কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিচ্ছেদ হয়। গত রাতে তার স্ত্রী কল করে জানান, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই মেয়েকে হত্যা করেছে। পরে নিজে গলা কেটে আত্মহত্যা করেছে। ঘটনার সময় ঘরের সামনের রুমে তার বোন ছিল। তবে তারা কিছু টের পায়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (এডমিন) হাসান মো. শওকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।