আবারও ৬ষ্ঠ বারের মতো পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে মে/২৪ মাসের আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই (নি:) মনোনীত হয়েছেন চুনারুঘাট থানার উপপরিদর্শক এএসআই মোঃ মনির হোসেন তালুকদার।
গতকাল মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম এর কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই (নি;) মনির হোসেন তালুকদার পুরস্কার গ্রহণ করেন।
এর আগে তিনি বিভাগীয় পর্যায়ে দু‘বার শ্রেষ্ঠ নির্বাচিত হন।
এএসআই মনির হোসেন তালুকদার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো: আক্তার হোসেন (বিপিএম), মাধবপুর সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়কে। তিনি জানান, আমার এই কৃতিত্ব চুনারুঘাট থানা পুলিশের সকল সদস্যদের এবং আমার পরিবারকে উৎসর্গ করলাম।
উল্লেখ্য যে, চুনারুঘাট থানায় যোগদানের ১৫ মাসের মধ্যে হবিগঞ্জ জেলায় ৬ বার ও সিলেট বিভাগের মধ্যে ২ বার অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে চুনারুঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার মনোনীত হয়েছেন।