× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালীগঞ্জ উপজেলায় জুয়েনা আহমেদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

১২ জুন ২০২৪, ১৮:৩৭ পিএম

কালীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে জুয়েনা আহমেদকে নির্বাচিত করা হয়েছে। মাসিক প্রথম সমন্বয় সভায় তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হোন।  

উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক প্রথম সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান, এম.পি।

সভায় আখতারউজ্জামান এম.পি’র প্রস্তাবনায়, উপজেলার সাতটি ইউনিয়নের সকল চেয়ারম্যানগণের কন্ঠ ভোট ও সমর্থন নিয়ে উপজেলা মহিলা আ'লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ আগামী পাঁচ বছরের জন্য কালীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হোন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর মেয়র এস এম রবীন হোসেন, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ। 

পরে উপজেলা পরিষদের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আ'লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এম.পি'র সাথে সৌজন্য সাক্ষাত করলে তিঁনি ফুলেল শুভেচ্ছা জানান।

প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়  প্রতিক্রিয়া জানতে চাইলে জুয়েনা আহমেদ জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও স্লোগান ডিজিটাল সোনার বাংলা গড়া। স্মার্ট বাংলাদেশ গড়তে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষে কাজ করে যাব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.