× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ৫২ পশুর হাট অনুমোদন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

১২ জুন ২০২৪, ২২:৫৮ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এবার সিলেটে ৫২টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। নগরীর স্থায়ী পশুর হাট কাজীরবাজার ছাড়াও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বসানো হবে আরো ৮টি অস্থায়ী হাট। সব উপজেলা মিলে আরো ৪৩টি হাট অনুমোদন করেছে সিলেট জেলা প্রশাসন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে সিলেটের সব উপজেলা মিলে ৪৩টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
সিলেট মহানগরে ৯টি হাটের তথ্য নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ৫ দিন সিলেট মহানগরে ৮টি কুরবানির পশুর হাট বসবে। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো ছাড়া অবৈধ কোনো হাট বসতে দেয়া হবে না।
সিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ৫ দিন নগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ইদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে কুরবানির অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়া মহানগরের কাজিরবাজারে প্রতি বছরের ন্যায় রয়েছে স্থায়ী পশুর হাট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.