× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের ঈদমেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি

১৪ জুন ২০২৪, ২০:১৮ পিএম

কোরবানি ঈদের পূর্ব মূহুর্তে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।

বৃহস্পতিবার(১৩ জুন) চাঁদপুর জেলায় নারী উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল  হাসান।পরে তিনি মেলার আয়োজক নারী সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের স্টল পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নারীর অর্থনৈতিক প্রবৃত্তি ক্ষমতায়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পটি ৬৪ জেলায় ৮০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পের অধীনে চাঁদপুর সদরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে তৃণমূলের নারীরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। এ স্বাবলম্বী নারীদের উদ্যোগে আজকে চাঁদপুরে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হলো।

এসময় জেলা প্রশাসক নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চাঁদপুর জেলা শাখা কর্মকর্তা শাহ আলম মুন্সি, সদস্য কাউন্সিলর আয়শা রহমান, শামিম আরা মুন্নি, জোহরা মুজিব, মুক্তা পিযুষসহ নারী উদ্যোক্তা ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। ১৫ জুন পর্যন্ত চলবে এ মেল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.