× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনার কন্যা ডরিনের ফেসবুক আইডি উধাও

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন ২০২৪, ১০:২৪ এএম । আপডেটঃ ১৭ জুন ২০২৪, ১০:২৫ এএম

মুমতারিন ফেরদৌস ডরিন, ফাইল ছবি

সম্প্রতি খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আইডি হ্যাক হয়েছে কিনা তা বলতে পারছে না ডরিন।

এ বিষয়ে রোববার (১৬ জুন) সংবাদমাধ্যমকে ডরিন জানান, শনিবার রাত থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না তিনি। 

বিষয়টি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদকে জানিয়েছেন ডরিন।

তিনি বলেন, বাবা হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করতাম। সেই সঙ্গে তুলে ধরতাম নানা তথ্যও। এজন্যই হয়তো আমার ফেসবুক আইডিটি রিপোর্ট দিয়ে বন্ধ করেছেন অপরাধীরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। লোকমুখে জেনেছি। তিনি আইনি সহায়তা চাইলে দেওয়া হবে।

আনার হত্যা মামলায় গত ৩ জুন আসামি শিলাস্তি রহমান, ৪ জুন তানভীর ভূঁইয়া এবং ৫ জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত ১২ মে ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে গত ১৩ মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.