চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির (সাবেক) সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১৭ জুন) দুপুরে ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের ঢাকাস্থ বাসভবনে এলাকাবাসীর সঙ্গে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি ৷
নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছাকালে মধ্যাহ্নভোজের আগে কাজী মিজানুর রহমান বলেন, ঈদ আনন্দ আমরা ভাগাভাগি করে নেই। হালাল পশু কোরবানি দেয়ার পাশাপাশি নিজের ভেতরের পশুবৃত্তিকেও যেনো আমরা কোরবানি দেই। আর তখনই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা আমাদের মাঝে প্রতিফলিত হবে। আমরা ঈদের খুশি উদযাপন করবো। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকে ঈদ আনন্দ উপভোগ করুক এ প্রত্যাশা করছি।
তিনি বলেন, সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক। সবাইকে ঈদ মোবারক।
এসময় দলীয় নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন ৷