× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে গাঁজাসহ কারবারি আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২২ জুন ২০২৪, ১২:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে দুই কেজি গাঁজাসহ মো. আলমগীর হোসেন (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২০ জুন ) রাত্র সাড়ে ১০টার দিকে নাটোর - কুষ্টিয়া মহাসড়কের মুলাডুলি বাজারের রাজশাহী থেকে যশোরগামী বিসমিল্লাহ একতা বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ কারবারিকে আটক করা হয়।

আটক মাদক কারবারি আলমগীর  ঈশ্বরদী সা‌‍‌ড়া  ইউনিয়নের গোকুলনগর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পাবনার 'খ' সার্কেল ঈশ্বরদী পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান , গোপন সংবাদের ভিত্তিতে নাটোর - কুষ্টিয়া মহাসড়কের মুলাডুলি বাজারের তল্লাশি চৌকি বসনো হয়। প্রাপ্ত তথ্য মতে রাজশাহী থেকে যশোর গামী বিসমিল্লাহ একতা বাসে তল্লাশি চালিয়ে দুই কেজিগাঁজা উদ্ধারসহ  কারবারি আলমগীরকে আটক করা হয়।

তিনি আরো জানান,আটক মাদক কারবারি আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা  রক্ষা বাহিনীর নজর এড়িয়ে মাদক কারবার চালিয়ে আসছিল।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, গাজা সহ আটক কারবারে আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে পাবনা আদালতে প্রেরন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.