× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ

সিলেট ব্যুরো

২২ জুন ২০২৪, ১২:০৯ পিএম

ছবি : প্রতিনিধি

সিলেটে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকালে সিলেটের সদর উপজেলা, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় ১ হাজার ৫০০ প্যাকেট রান্না করা খাবার ও ৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দুইটি আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। কানাইঘাট উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেম। জৈন্তাপুর ও গোয়াইনঘাট  উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদ। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

তাছাড়া বন্যা প্লাবিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলার গোয়াইনঘাট উপজেলার শিয়ালাহাওর, চালিতাবাড়ি, বাইমাইরপাড়, চৌধুরীকান্দি, চদিবদি হাওর, মেওয়ারবিল, পূর্ব পেকেরখাল, ফতেপুর এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। একই দিনে জেলার কানাইঘাট ও জৈন্তাপুর থানা পুলিশের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে রান্না করা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো.সম্রাট তালুকদার বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বর্তমান বন্যা পরিস্থিতিতে আমরা সিলেট জেলা পুলিশের প্রত্যেক সদস্য বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.