× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে দেশি-বিদেশি মদসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

২২ জুন ২০২৪, ২২:৪৬ পিএম

রামপালে বিদেশী ও দেশীয় মদসহ আটক তিন মাদক কারবারি যুবককে শনিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। 

এর আগে শুক্রবার (২১ জুন) গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত যুবকরা হলো, উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের ছেলে তুহিন শিকদার (২৪), একই এলাকার আ. মাজেদ গাজীর ছেলে গাজী ইমরুল কায়েস (২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী (২৬)। এ সময় আটক কৃতদের ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস।

ওসি সোমেন দাস জানায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় মোংলা থেকে একদল মাদক কারবারি মদের চালান নিয়ে রামপাল আসছে। এমন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণের মধ্যে ওই তিন যুবক মাদ্রাসার সামনে উপস্থিত হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশী করে ৩ (তিন) বোতল বিদেশী ও ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।

তিনি আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাইরে থেকে মাদক এনে মফস্বলে বিক্রি করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সূত্র  জানায় আটকৃতদের প্রধান হোতা ওই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। ওই ৩ জন আটকের পর সিন্ডিকেটের হোতাকে আটকৃতদের ছাড়াতে ব্যাপক তদবির করতে দেখা যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। সচেতন মহল রামপালকে মাদকমুক্ত করতে অভিযান জোরদারের দাবী করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.