সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাইক্রো হাইস ও অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে অটো ভ্যান চালক মাহমুদ হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩-জুন)বেলা সাড়ে ১১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পাটধারী কালভার্ট সংলগ্ন এ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গুরুতর আহত হয় ১ ভ্যানযাত্রী। নিহত মাহমুদ হাসান উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের আব্দুস ছোবাহান আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি) এম এ ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় দুর্ঘটনায় কবলিত মাইক্রো-হাইস জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।