× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, আটক ২৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

২৪ জুন ২০২৪, ১৬:৪০ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরের মেঘনা নদী থেকে ১৫টি বাল্কহেডসহ ২৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। ২৩ জুন পর্যন্ত জেলার নৌ সীমানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), মো. সোহেল (৩০), মো. মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), মো. আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮)। তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনার বাসিন্দা বলে জানা গেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে বাল্কহেডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই মোতাবেক মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। আটকদের বিরুদ্ধে বাল্কহেডের কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.