নীলফামারীর জলঢাকা উপজেলা কৈমারী ইউনিয়নের আলসিয়াপাড়ায় ২৯টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপকে মেরে ফেলেছে এলাকাবাসী।
সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৈমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আলসিয়াপাড়ায় ২৯টি বাচ্চাসহ সাপটি ধরা পড়ে।
স্থানীয় জনগণ ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, সাপটি একটি ক্ষেতে দেখার পরপরই মুহূর্তের মধ্যে জনগণ সাপটি সহ তার বাচ্চাগুলোকে পিটিয়ে মেরে ফেলে। এতে পুরো এলাকায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসব ঘটনার পর থেকে উপজেলাজুড়ে রাসেল ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকলের মাঝে।
স্থানীয় লোকজন বলেন, আমরা ফসলি জমিতে কাজ করি কিন্তু এখন আমাদের অন্তরে ভয় ধরালো আজকের এই রাসেল ভাইপার দেখার পর। সরকারের কাছে আবেদন বিষাক্ত রাসেল ভাইপার সাপের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক।