ফরিদপুরের ভাঙ্গায় একটি পাটক্ষেত থেকে রেখা আক্তার (১৫) নামক এক কিশোরীর বিবস্ত্র লাশ পাওয়া গিয়েছে। কিশোরীর গলায় তারই পরোহিত সেলোয়ার দিয়ে পেঁচানো ছিলো।
রেখা আক্তার ভাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের (হোগলাডাঙ্গী সদরদী) দিনমজুর আব্দুল হাই মাতুব্বরের মেয়ে।
শুক্রবার (২৮ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোন সময় এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ফরিদপুর থেকে সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসার পরে লাশটি উদ্ধার করা হবে।
কিশোরীর বাবা আব্দুল হাই মাতুব্বর বলেন, আমার মেয়েটি দুপুর ১টার দিকে বাড়ির সাথেই দক্ষিণ পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে ঘণ্টা খানেকের মধ্যে বাড়ি ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। বিকাল ৫টার দিকে আমার চাচাতো ভাই টুকু মাতুব্বর মাঠে কাজ করতে গিয়ে বাড়ি থেকে শতাধিক গজ দূরে পাটক্ষেতের আইলের পাশে বিবস্ত্র অবস্থায় রেখার লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে সকলকে জানায়। এরপর ভাঙ্গা থানার পুলিশকে সংবাদ দেওয়া হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করার পর কিশোরীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।