× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে সাত কেজি গাঁজাসহ আটক ৪

বরিশাল ব্যুরো

২৯ জুন ২০২৪, ১৪:৩৬ পিএম

জেলায় পৃথক অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ভাংগা দেউলা এলাকার মো. ওহিদুল ইসলাম ওরফে বাদল (৬২) ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন উত্তর কোলাপাড়া এলাকার আম্বিয়া খাতুনকে (৬০) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে এর আগে অপর এক অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া সেল জানায়, নগরের বৈদ্যপাড়া ও গোরস্তান রোড এলাকায় পৃথক দুইটি বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে বরগুনা জেলার বামনা থানাধীন হোগলপাতি এলাকার মো. মেহেদি হাসান (২৯) ও বরিশালের মুলাদী পৌর এলাকার তেরচর এলাকার মোসা. জোসনা বেগমকে (৩৮) আটক করা হয়। তাদের কাছে থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৩ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ছগির হোসেন জানান, উভয় অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। এছাড়া অভিযানের বিষয়টি টের পেয়ে বরিশাল নগরের কাশিপুর এলাকার বাসিন্দা ও মাদক কারবারি হেলাল বয়াতি ওরফে হেলাল ভাণ্ডারি পালিয়ে গেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.