× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিবেশীকে ফাঁসাতে র‌্যাবের হাতে ফেঁসে গেলেন অস্ত্রসহ ২ যুবক

কিশোরগঞ্জ প্রতিনিধি

২৯ জুন ২০২৪, ১৪:৫১ পিএম

কিশোরগঞ্জ জেলা সদরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে তারাই র‌্যাবের হাতে ফেঁসে গেলেন।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে ১টি দেশীয় পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতি সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার মনোকর্শা গ্রামের মৃত আ: খালেকের ছেলে মো: নবী হোসেন (৪৯) ও শেওড়া গ্রামের মো: সোহরাব মিয়ার ছেলে মো: দেলোয়ার হোসেন (২৪)।

র‌্যাব জানায়, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কর্শাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায়চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় ২জন অজ্ঞাতনামা ব্যক্তি র‌্যাবের চেকপোস্টের নিকট আসলে দেহ তল্লাশী করে তাদের নিকট হইতে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে।

অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানায়, তাদের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ ওসমান আলীকে ফাঁসানোর জন্য বেআইনীভাবে অস্ত্র নিয়ে তারা মোঃ ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রধারীদের হেফাজতে অস্ত্র রাখার কথা এবং দেশীয় তৈরীপাইপ গানটি আটককৃত মোঃ দেলোয়ার হোসেন নিজে তৈরী করেছে বলে সে স্বীকার করে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.