মৌলভীবাজার জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ক'দিন পর পর ইয়াবা সহ মাদক কারবারিরা আটক কিংবা ধরা পড়ার তথ্য আসলেও এবার মিলেছে ব্যতিক্রমী তথ্যের সন্ধান। সম্পর্কে এরা বাবা-ছেলে। সীমান্ত পথ দিয়ে আসা ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওরা বিক্রি করত জেলার বিভিন্ন এলাকায়। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে এমনই তথ্য বের হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের ইজরাপাড়া গ্রামের স্থানীয় নাছির মিয়ার নির্মানাধীন বাড়ির সামনে থেকে মিনার মিয়া (৬২) নামক ষাটোর্ধ এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। ঘটনাস্থলে আটক মিনার মিয়ার শরীর তল্লাশি করে পাঞ্জাবির পকেটে মিলে ৯০ পিছ ইয়াবা ট্যাবলেট। এর পর মিনার মিয়ার দেয়া তথ্যে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। এসময় ঘরের খাটের সাইড বক্সের ভিতরে সাদা টেপে মোড়ানো ২শ ৩০ পিস সহ মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক করা হয় মিনার মিয়াকে।
জানা যায়, আটকের পর মিনার মিয়াকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার মিরাজ মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে তিনি ইয়াবা গুলো সংগ্রহ করেছেন এবং বিকাশের মাধ্যমে টাকাও পরিশোধ করেন। পুলিশ এমন তথ্যের সত্যতা পেয়েছে মিনার মিয়ার ব্যবহৃত মোবাইলের কললিস্ট অনুসন্ধান করে। এর পরই বেড়িয়ে আসে বাবা-ছেলের ইয়াবা কারবারের তথ্য।
এদিকে মিনার মিয়ার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার (২৮ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মিরাজ মিয়াকে আটক করা হয় । তবে অভিযানের সময় তাঁর ছেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানান, এসআই তোফাজ্জল ইসলাম।
তিনি জানান, মিরাজ মিয়া এবং তার ছেলে ভারত সীমান্ত থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ’আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুজন এবং পলাতক এক ব্যাক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তা এসআই তোফাজ্জল ইসলাম।