কক্সবাজারের চকরিয়ার কাকারায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূ গহীন বনে নিজের পরনের ওড়না গাছের সাথে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ জুন) সকালে কাকারা আমানউল্লাহর ঘোনা ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গহীন বনে একটি বড় আম গাছের সাথে নিজের পরনের ওড়না গাছের সাথে পেঁ'চি'য়ে গ'লায় ফাঁ'স দিয়েছে এই নারী। সারারাত গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। নি'হত ফেরদৌসি কাকারা বাদশারটেক এলাকার মো:রুবেলের স্ত্রী।
নিহতের বাবা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে মোবাইলে সর্বশেষ কথা হয়েছিল। ওই সময় সংসারের নানা অ'শা'ন্তির কথা বলেন। এছাড়াও তারা স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগ'ড়া লেগে থাকতো।
তিনি আরো জানান, শনিবার সকালে জামাই রুবেল একজন আত্মীয়কে খবর দেয় ফেরদৌসী গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।