মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের ২০২৪-২৫ইং অর্থবছরের জন্য মোট ৪ কোটি ৬৭ লক্ষ ৮২ হাজার ৭৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ৯ শত ১৮ টাকা। এছাড়া এডিপি হতে বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ২৭ হাজার ১ শত টাকা। উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন এ বাজেট উপস্থাপন করেন।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।