ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নে, সরকারি আশ্রয়ন প্রকল্প আদর্শ গ্রামে (গুচ্ছগ্রাম) দীঘির দখল নিয়ে গ্রামবাসীর সাথে দখলদারদের মারামারির ঘটনায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে ৷
গত ২৭ জুন টানচাড়া গ্রামবাসীর সাথে দখলদারদের মারামারির এ ঘটনা ঘটে৷
এতে উভয় পক্ষেরই ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে মো. নিজাম উদ্দিন, আসিফ মিয়া, মোঃ রাসেল মিয়া,মহিম মিয়া, বিপ্লব, দেলোয়ার, মাহাবুব সহ আরও অনেকে।
এলাকাবাসী জানান, ওই দিন সকাল ১০টার সময় মাহাবুব ও তার লোকজন সরকারি আশ্রয়ন প্রকল্প আদর্শ গ্রামের দীঘি দখল করতে গেলে আশ্রয়ন প্রকল্পের লোকজন বাধা প্রদান করে। আশ্রয়ন প্রকল্পের লোকজন বাধা দিলে মাহাবুব, মাহাবুবের ছেলে বিপ্লব, দেলোয়ার সহ আরও অনেক নিরীহ আশ্রয়ন প্রকল্পের লোকজন কে প্রচন্ড মারধর করে। মাহবুব ও তার লোকজনের মারধরের শিকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোছাঃ মোছেনা বেগম আহত হোন।
এসময় মাহাবুব ও তার লোকজনকে থামানোর জন্য টানচাড়া নিবাসী মো. শান্ত মিয়া এগিয়ে এলে তাকেও প্রচুর মারধর করে। এসময় মাহাবুব তার গ্যাং কে ফোন করলে ৩০-৩৫ জন লোক বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে টানচাড়া বাসীর উপর হামলা করে। টানচাড়া বাসী আত্মরক্ষার জন্য এই হামলা প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষের ১০ জন আহত হোন।
মারধরের শিকার আহত মাহাবুব সাংবাদিকদের জানান আমরা আইনের আশ্রয় নিব এবং আমরা পুলিশ প্রশাসনের সহযোগীতা চাই ৷
এ ব্যপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জানান সংর্ষের ঘটনাটি আমরা শুনেছি এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিবো ৷