× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্নীতিবাজদের লুটপাটের সুযোগ দিচ্ছে সরকার: দুদু

রংপুর ব্যুরো

০২ জুলাই ২০২৪, ১৪:৫৮ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লক্ষ লক্ষ চোর, ডাকাত দুর্নীতিবাজকে সরকার লুটপাটের সুযোগ করে দিচ্ছে। অথচ বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। দেশের বাহিরে নিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে এবার স্বৈরাচারি শাসন ব্যবস্থাকে উৎখাত করা হবে।

সোমবার (১ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের দেশে সাবেক পুলিশ প্রধান বেনজীর ও আজিজের মত হাজার দুর্নীতিবাজদের সরকার তৈরি করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তারাই লুটপাট করে আবার বিদেশে যাওয়ারও সুযোগ পায়। অথচ অসুস্থ অবস্থায় থেকেও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। কি আজব দেশ তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। তাই এবার সবকিছু রুখে দিতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন- রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু,  রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর হাসান সুমন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন প্রমুখ।

এসময় বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.