× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ সাংবাদিকের মৃত্যু

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

০২ জুলাই ২০২৪, ১৮:২৮ পিএম

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২) নিহত হয়েছেন। 

সোমবার (১ জুলাই) সন্ধ্যা সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেটকার যাত্রী ছিলেন। 

আব্দুস সবুর জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি জুড়ী প্রেসক্লাবের সদস্য ও জুড়ী অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক দায়িত্বরত ছিলেন। এ ছাড়াও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি ছিল। 

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুড়ী প্রেসক্লাব, জুড়ী অনলাইন প্রেসক্লাব ও জুড়ী রিপোর্টার্স ইউনিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.