পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বন্যাপ্লাবিত এলাকায় জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (২ জুলাই) এসব এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাপাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, জেলা প্রশাসক, ফেনী মোছাম্মৎ শাহীনা আক্তারসহ বাপাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।