গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি গরু ৩টি ছাগল ও ঘর পুড়ে ছাই হয়েছে।
এসময় গোখাদ্য পুড়ে ১টি পরিবারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
সোমবার দিবাগত রাত ২ টার পর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চাদরাভিটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে রাত ২ টার দিকে বাদিয়াখালী ইউনিয়নের চাদরাভিটা এলাকার মন্টু ব্যাপারীর গোয়াল ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে।
সাথে সাথে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী।
এসময় আগুন নিয়ন্ত্রন হলেও ভয়াবহ এ অগ্নিকান্ডে ৪ টি গরু ৩টি ছাগল ও ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে ওই পরিবারের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায় ।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাসীম রেজা নীলু জানান, রাত ২ টার পরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় । তার আগেই এলাকাবাসীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।