বাগেরহাটে একই ঘরে একই সময়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার চিতলি বৈটপুর এলাকায় নিজ বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন- বৈটপুর এলাকার আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী সোহেলি সুলতানা লাকি (৩৮)।
এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৭) একাদশ শ্রেণি এবং ছেলে আল কাইয়ুম ৭ম শ্রেণির শিক্ষার্থী। মৃত আবু দাউদ শেখ পেশায় একজন ব্যবসায়ী। স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন জানান, এই দম্পতি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সুখী পরিবার হিসেবে জানতাম। কেন কি কারণে আত্মহত্যা করেছে তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ছেলে-মেয়ে দুটোর চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।