পাবনার ঈশ্বরদীতে বিকেলে বৃষ্টির মধ্যে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) ভোর পাঁচটায় উপজেলার দাশুড়িয়ার মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় শিশুটির মরদেহটি দেখতে পান স্বজনরা। থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র।
জিহাদ হোসেনের বড় ভাই সুমন হোসেন জানান , শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে হালকা বৃষ্টির মধ্যে তেঁতুলতলার পরিত্যক্ত খাদ্য গুদামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল জিহাদ। বৃষ্টিতে ভিজে খেলা না করে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে তিনি চলে যান। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে জিহাদকে দেখতে না পেয়ে তেঁতুলতলা গোডাউনের আশেপাশে খেলার জায়গাতে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে না পাওয়ায় রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো জিহাদের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট ও মৃতদেহ পড়ে থাকার আশেপাশের আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি পরিবারকে জানিয়ে দিতে পারে ভেবে বলাৎকার কারি শিশুটিকে গলা টিপে হত্যা করে।
তিনি আরো জানান, এ বিষয়ে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।