রংপুরের বদরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছিল এক তরুণী অতঃপর বিয়ে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের প্রেমিক মোস্তফা কামাল বাবা আতাউর রহমানের বাড়ির সামনে অনশনে বসেছিলেন ওই তরুণী।
পরে রাত তিনটার দিকে দুই পরিবারের উভয় পক্ষের সহমতে মোস্তফার সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর।
অনশনে বসা ওই তরুণী বলেন, প্রায় দেড় বছর ধরে মোস্তফা সঙ্গে প্রেমের সম্পর্ক। মোস্তফা দেড় বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্যাফেতে আড্ডা ও ঘোরাঘুরি করতেন। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় ওই তরুণী উপায় না পেয়ে মোস্তফার বাড়ির সামনে অনশনে বসেছে। আর তাদের বিষয়টি গ্রামের সবাই জানেন বলে জানিয়েছেন।
শনিবার দুপুরে মোস্তফার ভাই আখতারুজ্জামান বলেন, গতকাল বিকাল ৩টার দিকে হঠাৎ করে বিয়ের দাবিতে বাড়ির সামনে এসে অনশনে বসেন মেয়েটি। পরে রাত তিনটার দিকে তার পরিবারের সঙ্গে কথা বলে আমার ভাই মোস্তফার সঙ্গে বিয়ে দিয়ে দিই। এখন তারা বাড়িতে রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশের অনিচ্ছুক বলেন, মেয়েটির সঙ্গে তার দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক। কিছুদিন হলো তার সাথে কোন সম্পর্ক রাখেন না ছেলেটি। কোন উপায় না পেয়ে হয়তো মেয়েটি বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকতে না দাওয়াই বাড়ির গেটের সামনে অনশনে বসেন। পরে রাত তিনটার দিকে দুই পরিবারের আলোচনায় ছেলে মেয়ের বিয়ে হয়।