× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ড্রেজারসহ আটক ৪৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৬ জুলাই ২০২৪, ১৮:৪৯ পিএম । আপডেটঃ ০৭ জুলাই ২০২৪, ১০:৫৯ এএম

চাঁদপুরে মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড, দুটি স্পিডবোট এবং বালু বিক্রির  ১৫ লাখ  ৪১ হাজার ৫শ টাকা জব্দ করা হয়েছে। এসময় ৪৩ জনকে আটক করা হয়েছে।

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে ৪৩ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (৬ জুলাই) বিকেল তিনটায় মেঘনা নদীর নাসিরাকান্দি এলাকায় নৌ পুলিশ, কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ মোহনপুর ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ড্রেজার, বাল্কহেড এবং স্পিডবোটসহ যে ৪৩ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই অভিযানে অংশ নেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা, কোস্টগার্ডের পেটি অফিসার শফিকুল ইসলাম।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের কলাকান্দা ও মোহনপুর এলাকার প্রভাবশালী একটি মহল মেঘনার বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.