× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াল নদীতে নৌকাডুবে ২ যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৬ জুলাই ২০২৪, ২২:২৮ পিএম

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে নৌকাডুবে দুই যুবকের মৃত্যু ঘটেছে। 

শনিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন শাহজাদপুর পৌর এলাকার  দ্বারিয়া পুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদ আলমের ছেলে তন্ময় (১৮)। 

 শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, একটি নৌকায় ৯ জন যুবক পোতাজিয়া এলাকায় ঘুরছিল। এসময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকা থাকা ৭ যুবক সাঁতার দিয়ে তীরে উঠলেও দুই যুবক মরদেহ ভেসে ওঠে।

বেলা ১২টা ২৫ মিনিটের দিকে খবর আসে বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেচিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.