সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছাগলে চারা গাছ খাওয়া নিয়ে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকালে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে নিহত হলেন পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের কুদরত উল্লাহর ছেলে আব্দুল মন্নান (২৫)। আর আটককৃতরা হলেন আব্দুল আলিম, কবির আহমদ, আলম মিয়া ও নাসির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, একটি ছাগল চারা গাছ খেয়েছেকে কেন্দ্র করে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতণ্ডার জেরে তাদের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দু’পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন। এক পর্যায়ে স্থানীয়রা সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে আব্দুল মান্নান মারা যান। মারা যাওয়ার পর যুবকের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।