× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীর শিবপুরে যুবককে হত্যা

নরসিংদী প্রতিনিধি

০৭ জুলাই ২০২৪, ১৮:১৫ পিএম

নরসিংদীর শিবপুরে মারুফ নামে এক ষুবককে এলোপাতারীভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে শিবপুর শহরের মেন রোডে এ ঘটনা ঘটে। শিবপুর থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায় পূর্ব শত্রুতার জেরধরে একদল দুর্বৃত্ত দাড়ালো অস্র দিয়ে মারুকে একের পর এক আঘাত করে জখম করে মৃত্যু নিশ্চিত করে। এসময় আশপাশের লোকজন মারুপকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পলাশ মোল্লা তাকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ জেলা হাসপাতালে সুরতহাল শেষে  ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করে।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ পলাশ মোল্লা জানান, শিবপুর থেকে মারুফ নামে একজনকে আমাদের এই হাসপাতালে আনা হয়েছিল কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। তবে ময়না তদন্ত শেষে সকল কিছু বলা যাবে। এঘটনার খবর পেয়ে থানা পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে নিহতের ছোট ভাই মাহফুজ জানান, শিবপুর বাইনাদী এলাকার ইয়াবা ব্যবসায়ী সৈকত আলীর সাথে ভাই মারুফের দীর্ঘদিন একটি বন্ধ ছিল। সেই দ্বন্দ্বের কারণেই আজ সকালে সৈকত আলী সহ ২০ থেকে ২৫ জন আমার ভাইকে শিবপুর শহরের মেইন রোডে এলো পাথারীভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.