× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রায়পুরায় দু’গ্রুপে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৪

নরসিংদী প্রতিনিধি

০৭ জুলাই ২০২৪, ২২:০৬ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় টেঁটাবিদ্ধ হয়ে আলী হোসেন (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

রোববার সকালে নলবাটা গ্রামের রবি-সোহেল গ্রুপের ২৫/৩০জন টেটা, বল্লম ও কেকটেল নিয়ে প্রতিপক্ষ বেনজির মেম্বার ও গোলজার মেম্বার সমর্থকদের বাড়ী ঘরে অতর্কিত হামলা চালায়। হামলায় আলী হোসেন (৫০), নাছির উদ্দিন (৬৫), ভিকচান (৪৫), রহমান (২০) গুরুতর আহত হয়। এসময় বাড়ি ঘরে হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন।  এদের মধ্যে আশংকাজনক অবস্থায় গলায় টেটাবিদ্ধ আলী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হসাপাতালে প্রেরণ করা হয় এবং বাকী আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রায়পুরা থানায় যোগাযোগ করা হলে থানার এসআই আমিনুল ইসলাম বলেন, হামলায় তিনজন আহত হয়েছে। পূর্ব শত্রুতা ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.