মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাচগাঁও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালীন আজ আনুমানিক সাড়ে ১২টার দিকে পাচগাঁও ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে।
পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় সকাল ১০টা থেকে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন চলাকালীন নূর মোহাম্মদ শেখ চেয়ারম্যান সুমন হালদারকেকে লাথি মেরে ফেলে দিয়ে গুলি করে মুহূর্তেই বিদ্যালয় থেকে বের হয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা শোয়েব আলী বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, মূল আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।