× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এই জনপদের প্রাণের দাবি নিজ অর্থায়নে তিস্তা প্রকল্প: জিএম কাদের

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৮ জুলাই ২০২৪, ২১:৩২ পিএম

বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন,সরকারের মেঘা প্রকল্প হতে পারে তিস্তার পানিচুক্তি ও নিজ অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন।নিজ অর্থায়নে তিস্তা প্রকল্প বাস্তবায়ন উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি। 

সোমবার ( ৮ জুলাই) বিকেল তিনটায় ২ দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কা‌দের এম‌পি।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও শিক্ষকদের পেনশন স্ক্রীমের আন্দোলন যৌক্তিক বলে মনে করে জাতীয় পার্টি। তাই তাদের এ আন্দোলনে একমত পোষণ করেন তিনি।বর্তমান সরকার জনগণের কাছে আস্থা হারিয়েছে। তারা নিজেরাই আস্থাহীনতায় ভুগছেন বলে  আন্দোলনকারীরা পিছু হটছেন না। জনগনের মনের কথা না বুঝে পদক্ষেপ নেওয়ায় আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

জিএম কাদের বলেন, আমরা বলতে পারি ঋণ নিয়ে ঘি খাওয়ার মত অবস্থা দেশে বিরাজ করছে। ফলে ঋণের বোঝা জনগণের উপর পড়বে। ইতোমধ্যেই আমাদের অর্থনীতিতে বড় ধরনের ধ্বস নেমেছে। সরকার করোনা, ইউক্রেন যুদ্ধের অযুহাত দেখাচ্ছে। অথচ ভারতের মুদ্রাস্ফীতি অর্ধেকে নেমেছে, নেপালে মুদ্রাস্ফীতি কমেছে।দেউলিয়া দেশ শ্রীলংঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। সব দেশ এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। সরকার দূর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালনা করছে।

 এ সময় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, যুবসংহতি নেতা ইউসুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.