× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিকরগাছায় ফল ব্যবসায়ীর লাশ যশোরে উদ্ধার

ঝিকরগাছা প্রতিনিধি

১০ জুলাই ২০২৪, ১৭:৩৮ পিএম । আপডেটঃ ১০ জুলাই ২০২৪, ১৭:৪০ পিএম

যশোরে আলমগীর হোসেন আখি (৫০) নামে এক ফল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর  ঘটনা ঘটেছে। 

নিহত আলমগীর হোসেন আখি ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, আখির ঝিকরগাছা বাজারে ফলের দোকান আছে। মঙ্গলবার (৯ জুলাই) আনুমানিক রাত ৮টার সময় কেউ একজন মোবাইল ফোনে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  মরদেহটি শনাক্ত করি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, রাতে শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। তার পরই মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এটি হত্যা নাকি অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়, রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে  আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.