রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ আজমল হক (৫৬) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
বুধবার দুপুরে কাঁচাবাড়ি ও অরুন্নেসা নদীর ঘাটের পাশ থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী আজমল হক কালুপাড়া দাড়িয়ারপাড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কাঁচাবাড়ি ও অরুন্নেছা নদীর ঘাটের পাশে বাইসাইকেলে করে ১৪৯ পিচ ইয়াবা নিয়ে আসছিল মাদক ব্যবসায়ী আজমুল হক। গোপনে সংবাদ পেয়ে বদরগঞ্জ থানার এস আই ওয়ালী, এ এস আই মাসুদ, এ এস আই শাহাদুল সহ ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীর বাইসাইকেলের ছিটকভারের নিচ থেকে ইয়াবা উদ্ধার করেন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৪৯ পিস ইয়াবাসহ আজমল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।