নীলফামারীর কিশোরগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক ইউপি সদস্য পুলিশের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে স্বীয় পদ হারাচ্ছেন।
বুধবার (১০ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার তারেক বিন তাহের।
রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জের সদর ইউনিয়নের কেশবা ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ নির্বাচন গেজেট সূত্রে জানা যায় , দূর্নীতি বা অসদাচার বা অনৈতিক বিশৃঙ্খলজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কতৃক সাজাপ্রাপ্ত হলে তাকে নির্বাচন কমিশন উক্ত পদ থেকে বহিষ্কার করিতে পারবেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, আমি আজ দুপুরে বিষয়টি শুনেছি। আমরা নির্বাচন কমিশনে বিষয়টি অবগত করব। পরে নির্বাচন কমিশন সেটির ব্যবস্থা গ্রহন করবেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাটে এক যুগ আগে নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ধসে ১৩ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি ৭ বছরের সাজাপ্রাপ্ত হন। তিনি ঠিকাদার মীর আখতার-পারিসার (জেভি) পক্ষে সাব ঠিকাদার হিসেবে কাজটি করেছিলেন। কর্তব্যে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে প্রাণহানির ঘটনায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ নভেম্বর চান্দগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরে আজ চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত তিনিসহ আরও ৮জনের ৭ বছরের জেল দেন