কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবাসী হিরা মিয়ার স্ত্রী নাজমা আক্তারের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি সাইফুল ইসলাম।
জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরী গ্রামের মুন্সিবাড়ির ইসহাকের পুত্র হিরা মিয়া বাড়ির আঙিনায় গত মঙ্গলবার দেওয়াল নির্মাণ করে। একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাসেন আলীর পুত্র বাবু মিয়া, সুজন মিয়া, উজ্জল মিয়া সহ কতিপয় সন্ত্রাসীরা এদিন রাতের অন্ধকারে সীমানা দেয়াল ভেঙে ফেলে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ডাংরী গ্রামের মুন্সিবাড়ির বাজারের পাকা রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। তাই, ভুক্তভোগী পরিবারটি সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।