গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ শাহ আলম ও মোকলেছ নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাযায়, ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম রংপুর- ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার মহেশ নামক স্থানে সেঞ্চুরী স্পেশাল পরিবহন নামে একটি যাত্রী বাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট সদর থানার বাঁশদহ গ্রামের শামিম মিয়ার ছেলে শাহ আলম (২২) একই উপজেলার হরিন চওরা গ্রামের নাছিম উদ্দীনের ছেলে মোকলেছ (৫০)।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।