× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে জমি বিরোধের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

১২ জুলাই ২০২৪, ১১:৫৭ এএম

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মোঃ সাজ্জাদ হাওলাদার(২৮) নামে একজন নিহত হয়েছে। এতে উভয় পক্ষের আহত হয়েছে ৫ জন। 

আহতদেরকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত সাজ্জাদ হাওলাদার উপজেলার চর আলিমাবাদ গ্রামের কালু হাওলাদেরর ছেলে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউপির চর আলিমাবাদ গ্রামের স্বপন হাওলাদারের সঙ্গে একই এলাকার হারুন হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে হারুন হাওলাদারের নেতৃত্বে মনির, দেলোয়ার ও আসাদ হাওলাদার মিলে তাদের দলবল নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে স্বপন হাওলাদারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের বাধা দিলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতদের বরিশাল শেরে-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত স্বপন হাওলাদারের লোক স্যানেটারী ব্যবসায়ী সাজ্জাদ হাওলাদার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয় স্বপন হাওলাদারের চাচা আবদুল হক হাওলাদার বলেন, হারুন হাওলাদারের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে সাজ্জাদ হাওলাদারকে প্রথম গুরুতর আহত করে। পরে সাজ্জাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় অভিযুক্ত হারুন হাওলাদারের কাছে জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় সাজ্জাদ হাওলার মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.