× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত ১, আহত কমপক্ষে ১২

বাগেরহাট জেলা প্রতিনিধি

১৩ জুলাই ২০২৪, ১৪:৩৪ পিএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৪, ১৪:৪৮ পিএম

খুলনা ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুটি পরিবহনের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় উভয় পরিবহনের আরও অন্তত ১২জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে শ্রীধর গাঙ্গুলী (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় এসে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহন ক্রসিং করার সময় উভয় পরিবহনের সঙ্গে পার্শ্ব সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় উভয় পরিবহনের কমপক্ষে ১২ জন যাত্রী কম-বেশি আহত হয়েছে। আহতরা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুর্ঘটনার বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নুরুজ্জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে ঘটনার পরপরই উভয় পরিবহনের চালক ও সহযোগীরা পালিয়ে গেছে। পরিবহন দুটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.