ফেনীর দাগনভূঞা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দৈনিক আমাদের সময় প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন যুগান্তর দাগনভূঞা প্রতিনিধি মো. আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন, দাগনভূঞা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস,
দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি সুমন পাটোয়ারী, সাপ্তাহিক কলকন্ঠ প্রতিনিধি মোজাম্মেল হক হাছান প্রমুখ।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মিয়াজী।