রংপুরের বদরগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের শংকরপুর উত্তরপাড়া গ্রামের মো. মহসিন আলীর কলাবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শংকরপুর উত্তরপাড়া গ্রামের মহাসিন আলীর ১০ কাঠা জমির উপরে কলাবাগান চাষ করেছেন। দুই মাসের মধ্যে কলা গাছগুলোতে ফলন ধরবে। হঠাৎ রাতের আধাঁরে কেবা কাহারা তার কলা বাগানের ভিতরে ১০২ টি কলাগাছ কেটে ফেলেছে। মহসিন আলীর সঙ্গে কারো ঝগড়া-বিবাদ নেই বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত কৃষক মহাসিন আলী বলেন, গতকাল আমি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আজ সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কাহারা আমার বাগানের ১০২ টি কলাগাছ কেটে ফেলেছে। এ কথাটি শুনে আমি সকালেই আত্মীয়র বাড়ি থেকে চলে আসি। আমার জমিতে প্রায় ৭০০ টি কলা গাছ রোপন করেছি। কলাবাগানের ভিতরে ১০২ টি কলাগাছ শত্রুতা করে কেটে ফেলেছে। আমি সঠিক তদন্ত মাধ্যমে অপরাধীদের শাস্তি কামনা করি।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।