× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাঠের সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

নীলফামারী কিশোরগঞ্জ প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৭:০৪ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের ১০ গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে যোগাযোগের জন্য গত বছর জরিয়াল ঘাটে চারাল কাটা নদীর উপর নির্মান করা হয়েছিল কাঠের ব্রিজ।

গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানির তোড়ে সেতুর মাঝের  অংশ ভেঙে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। 

জানা যায়, বাহাগিলী ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর সহযোগীতায় সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে জরিয়াল ঘাটে কাঠের ব্রিজটি নির্মান করা হয়েছিল। 

স্থানীয়রা জানা, বাহাগিলী ইউনিয়নের মাঝামাঝি চারাল কাটা নদী বয়ে যাওয়ায় নদীর উত্তর পাড়ে তিনটি ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ ও স্কুলসহ উপজেলা হওয়ায় দক্ষিণ পাড়ের বাকী ৬টি ওয়ার্ড, নিতাই ইউনিয়নের কিছু অংশ ও বাড়ীমুধুপুরসহ দশ গ্রামের হাজারো মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে। 

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, কাঠের সেতু দিয়ে নির্বিঘ্নে উপজেলা শহরে যেতে পারতাম। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পানির তোড়ে কারণে কাঠের সেতুটির মাঝখানে ভেঙে যায়। যার ফলে উল্টো পথে চলাচল করতে হচ্ছে।

আমাদের হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত এটি মেরামতের দাবি করছি।স্থানীয় আরেক বাসিন্দা জানান, সেতুটি ভেঙে পড়ায় নদীর ওপাড়ে স্কুল হওয়ার কারণে আমাদের ছেলে মেয়েরা উল্টো পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন বলেন, দুপারের মানুষের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কাঠের ব্রিজটি নির্মান করা হয়। খরস্রোত আর কচুরিপানার তোড়ে ব্রিজের মাঝ অংশ ভেঙে যায়। একটি সেতুর জন্য আবেদন করা হয়েছে। 

এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ব্রিজ এর জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ আসলে ব্রিজের কাজ শুরু করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.