× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রস ফায়ারে নিহত বিএনপি গোলাম রব্বানির বাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারী প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৭:২৬ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৪, ১৮:১০ পিএম

২০১৪ সালে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর বাড়িতে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা। 

রোববার দুপুরে সদরের দুবাছুরী এলাকায় রব্বানীর কবর জিয়ারত শেষে তার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এসময় তিনি বলেন, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়। সেসময় বিএনপির ৬ শতাধিক নেতা-কর্মীকে বিভিন্ন ভাবে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। যেটা স্বাধীন বাংলাদেশের জন্য একটি ঘৃণিত কাজ বলেও মন্তব্য করেন তিনি।  এছাড়াও তৎকালীন র‌্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ এসব হত্যা কান্ডের নির্দেশ দিয়েছেন বলেও দাবী এই নেতার। অবিলম্বে আইনের আওতায় এনে বেনজিরের বিচারের দাবী জানান তিনি। 

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.