× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলের রাজধানী গদখালী রেলস্টেশন চালুর দাবিতে রেলপথ অবরোধ

ঝিকরগাছা প্রতিনিধ

১৪ জুলাই ২০২৪, ১৮:৫৩ পিএম

যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুর দাবিতে রবিবার (১৪ জুলাই)  যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ও বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে স্থানীয় পেশাজীবী মানুষ এক হয়ে রেলপথ অবরোধ করে।

দীর্ঘদিন বন্ধ থাকা এ রেলস্টেশনটি পুনরায় চালু করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি গদখালী রেলস্টেশনে পৌছালে স্থানীয় লোকজন ট্রেনটি আটকে দেন। অবরোধে শত শত স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রশাসনের কাছে সাতদফা দাবি জানিয়েছেন।

এলাকাবাসী বলেন, গদখালী রেলস্টেশনটি চালু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত হবে। এলাকার অর্থনীতিও তরান্বিত হবে। ফুলের রাজধানী হিসেবে পরিচিতি গদখালী।
দেশের ফুলের চাহিদার ৭০ শতাংশই সরবরাহ হয়  গদখালী থেকে। দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখান থেকে ফুল কিনে নিয়ে যায়। সাধারণত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনার ব্যবসায়ীরা ফুল ক্রয় করতে আসেন। সকল অঞ্চলের মানুষের সুবিধার্থে গদখালী রেলস্টেশনটি দ্রুতই চালু করার দাবি জানান তারা।
অবরোধে উপস্থিত ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহবায়ক জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সদস্য এস এম হাবিব, ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, গদখালী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ এলাকার সকল পেশাজীবী মানুষ।
এছাড়া অবরোধে সংহতি জানিয়ে অংশগ্রহন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি, সেবা সংগঠন ঝিকরগাছা, ঝিকরগাছা রিপোটার্স ক্লাব, ঝিকরগাছা কৃষক সমিতি, গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি, স্বজন চক্র গদখালী, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটি প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.