× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে নিখোঁজের ২২ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৬ জুলাই ২০২৪, ১২:০২ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুর থেকে নিখোঁজের ২২ ঘন্টা পর এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার ১৬ জুলাই সকাল ৭ টার দিকে ভাসমান অবস্থায় লাশটি পেয়ে উদ্ধার করে নিয়ে আসে কটিয়াদী মডেল থানা পুলিশ। 

নিহত শিশু মো. ইমন (১০) জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে কটিয়াদী ১ নং সরকারি প্রাথমিক স্কুলের ৪ চতুর্থ শ্রেণীর ছাত্র৷ 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার জন্য কটিয়াদী পশ্চিম পাড়ায় শিক্ষকের বাসায় রওনা হয় ৷ নির্ধারিত সময় অতিবাহিত হবার পরেও বাড়িতে ফিরে না আসায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি৷ পরে বিষয়টি কটিয়াদী মডেল থানায় অবহিত করে পরিবার। আজ মঙ্গলবার ভোরে কটিয়াদী উপজেলা পরিষদের ভিতরের পুকুরে স্থানীয় ব্যাক্তিরা একটি লাশ ভাসতে দেখে৷ পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়৷ স্বজনরা এসে দেখে লাশটি ইমনের বলে শনাক্ত করে। 

কটিয়াদী ১ নং সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সুজিত কুমার বলেন, প্রতিদিন পড়তে আসলেও গতকাল সে আসেনি৷ গতকাল থেকে তার পরিবার ও আমরা তার সন্ধান করছিলাম৷ 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, সকালে উপজেলা পরিষদের পুকুরে একটি লাশ ভাসতে দেখেতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায়৷ পরে পুলিশ লাশটি উদ্ধার করেছে। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর লাশটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে৷ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে৷ 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.