× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশকর্মীর পরিকল্পনায় ১৮ লাখ টাকা ছিনতাইয়ে গ্রেফতার ৩

মাদারীপুর প্রতিনিধি

১৬ জুলাই ২০২৪, ১৮:০০ পিএম । আপডেটঃ ১৬ জুলাই ২০২৪, ২০:৪৪ পিএম

মাদারীপুরে বিকাশকর্মীর পরিকল্পনায় বিকাশের ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর ও কালকিনি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের কাছ থেকে নগদ ১৪ লাক ৫৭ হাজার ৫’শ টাকা, দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।প্রে

স ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত ৭ জুলাই প্রমি এন্টারপ্রাইজের কর্মচারী আল আমিন সরদার ও মেহেদী হাসান দক্ষিণ দুধখালী এলাকায় বিকাশের টাকা বিতরণের লক্ষে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী এসে আল আমিনের কাধের পিছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১৮ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

আহত অবস্থায় আল—আমিনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় গত ৮ জুলাই সদর মডেল থানায় মামলা দায়ের করে বিকাশের পরিবেশক।
পরবর্তীতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সদর থানা পুলিশ প্রাথমিক তদন্তে আল—আমিনের সম্পৃক্ততা পায়। এরই জেরে কুলপদ্বী গ্রামের হযরত আলী সরদারের ছেলে আল—আমিন সরদার (২৩), কালকিনির লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে নুরুল করিম (২৫) ও এনায়েতনগর গ্রামের আলমাছ সরদারের ছেলে মো. সাইমুন সরদার (১৯) কে আটক করা হয়।
আসামীদের থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৪ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা, একটি হেলমেন্ট, আইফোন ও গেঞ্জি জব্দ করা হয়। আটককৃতদের আদালতে হাজির করা হয়।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মোঃ মনিরুজ্জামান ফকির, ভাস্কর সাহা, মোঃ আলাউল হাসান, সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.